স্তব্দ বাতাস ছুঁইছো যখন নাড়বো না কি কড়া?
প্রদীপ শিখা জ্বাললে পরে আর পাবে না সাড়া
সুযোগ যখন হেলায় হারায় আর কি আসে ফিরে?
ওই দেখো ঐ চাঁদের সীমা চলেই গেছে দূরে
একটা শ্রাবন শুকিয়ে গেলে চলে কি আর খরা?
বৃষ্টি ভেজা আনমনা রোদ যায় না মাঠে মারা
হয়তো অনেক বড়াই বেচে হাসি ঠাট্টা জমে ওঠে
সত্যিকারের প্রেমনগরী যায় কি পাওয়া মাথা কুটে?
বিষ বাষ্পের প্রয়োগ গুনে কৌরব বংশের হাল কি হলো?
নিজের কাজে সৎ থাকাতে আলিবাবাই মোহর পেলো।
---------------------------------------------
১৭/৬/২০২২-অবুঝ মন-