এক দিকে রক্তচক্ষুর ভয়
আর অপর দিকে পৈতৃক সম্পত্তি মনে করে বিলাস যাপন
দুইয়ের মিশেলে তৈরি কালো ক্যাবিনেট
বেহিসেবী দাপানো কাঁপন,আইনের শাসন।


নিঃশব্দে পাড় ভাঙছিলো
ঘুণাক্ষরে কেউ জানতে দেয়নি বিপ্লবী মনোভাব
জাগরণ মঞ্চে মহাকালের শক্তি ক্ষয়,হলো বিসর্জন।


অনেক আশা-ভরসায় বুক বাঁধা
প্রতিবাদী মুখ সত্যের তোরঙ্গ,নতুন সূর্যোদয়
হায় এ কী কীর্তি মুহূর্তে ছেয়ে গেলো শ্যাওলা আস্তরণ!
শুধুই কপচানো-শুকনো সংলাপ রঙিন প্রলেপ
উপহার থোড় বড়ি খাড়া,বারুদ চুম্বন!
---------------------------------------------
৫/৬/২০২০-অবুঝ মন-