একটু সহজ হলে বরফ ঠিক যেতো গলে
তা না করে কুটুস করে ঢুকে পড়া রাংতা বাহারে
সেখানে মেঘ তো একটু নামবেই নামবে।

কে না জানে মারপ্যাঁচে জিলাপির স্হান সর্বাগ্রে?
সুতরাং এ হেন গলিপথ খুব কি দরকার পড়ে?
জীবনের গ্রাফিক্সে একবার তাকালে কী বোঝা যায় না তরলের চলন কেমন?


এরপরেও যদি দুর্দিনের আশঙ্খা সিঁধ কেটে বসে----!
নিদেন পক্ষে খানিকটা ঘূর্ণির তাণ্ডব সামলাতে তো হবেই
আসলে প্রীতি ম্যাচে তাচ্ছিল্যের কোন মানেই হয় না।


হোক না যতোই নির্জনে নিহারিকা,বারুদের মন্বন্তরই শেষ কথা।
-------------------------------------------
২৭/১২/২২-অবুঝ মন -