জানি না কী দিয়োছো আমায়?
অথচ প্রতিটি পল উল্টিয়ে পাল্টিয়ে ভেসে চলে নৈঃশব্দ জোয়ারে
এই যে আবার রঙ মশালে চিরাগ বাতি জ্বালিয়ে দিলে
বলতে পারো বাকিটা সময় কী--কী হতে পারে?
হয়তো আবারও--প্রচন্ড ঝড় উঠবে তীব্র দাব দাহ ঘেঁসে
সে ঝাঁঝ জড়িয়ে চলা কতটা সম্ভব কে জানে?


গোটা একটা দিন--!এটা দিবা স্বপ্ন নয়তো?
কুটুস করে চিমটি কেটে----বুঝলাম অঙ্গ নিস্তরঙ্গ!
এ কেমন বিচিত্র অনুভূতি আকাঙ্ক্ষা সাগরের?
না কী আমার রাজ্যপাঠে ক্রমশঃ জোরালো হচ্ছে"আমি এক দূর্ভিক্ষের কবি"


তবুও,তুমি যদি আকাশ হতে পারো--জেনে রেখো আমিও বসন্ত বাতাস।
-------------------------------------------
১৪/৩/২৩-অবুঝ মন-