গোলাপ যখন পাপড়ি মেলে
রাতের রজনীগন্ধা যায় হারিয়ে
বিস্মৃতির ঘোর অন্ধকারে
ঠাঁই মেলে জনমানবহীন শূন্য মরুপারে।


স্মৃতির বিছানা তখন জমাট বাঁধে
অপ্রয়োজনের বাঁধনে আলগা হয়ে
প্রয়োজন তখন সুভাস ছড়াতে ব্যস্ত
মেকি ভদ্র সভ্যতার ভোগবিলাসে।


আয়োজনের উপাচার দেখানধারী
জন কোলাহলের ভিড়েতে
অন্তরেতে ঘন কুয়াশা ছেয়ে
জীবন তরী ডোবে হৃদ সাগরে এসে।
-----------------------------------------------