তোমার সুরে সুর মিলিয়ে--
চেয়েছিলাম শীতের পরশে,
রাঙ্গা ঠোঁটের দোদুল দোলা।
তুমি এলে এগিয়ে,
অজুহাতের পাতা নিয়ে সাথে--
নানা কথা বলে ,সময় কে জানিয়ে বিদায়--
চলে গেলে একা, ঢেউ তুলে হৃদয়ে।
আমি নীরবে দাঁড়িয়ে আনমনে একা-
চাওয়া গুলি খাঁচায় বন্দী করি,
সন্ধ্যার গোধূলি বেলায়--
আঁধারের পথ খুঁজে।
স্বপ্নগুলি বেঘোরে ডুবে মরে,
ভালোবাসার আগুনে পুড়ে--
ছাই হয়ে ওড়ে, শূন্য হৃদয়ের গভীরে।
জানিনা এতে কি লাভ  হলো --
তোমার প্রেমের মন্দিরে?
------------------------------------------------------