একটু ভিজবো বলে
                              বাড়িয়ে দিলাম হাত
প্রতীক্ষা জাপটে ধরে
                             অধরা রইল সীমানার ভার।


একটু ভিজবো বলে
                            বেরিয়ে ছিলাম পথে
লুণ্ঠনকারী এল তেড়ে
                         প্রতারণার অভিনব ফাঁদ পেতে।


একটু ভিজবো বলে
                         মনের টানে ধেয়ে গেছি কতবার
মিলেছে প্রতিশ্রুতির দাবানল
              কালের ধারায় সবকিছু হয়ে গেছে পর।


একটু ভিজবো বলে
                           পথ বদলে ফেললাম
মুঠোফোন হাতে হলো বন্দী
         নীরবতার পাতায় বয়ে গেল একরাশ ঝড়।


একটু ভিজবো বলে
                               কত রাত হয়ে গেল ভোর
একটিবার দেখেছিলাম ফটোফ্রেম
                     রয়ে গেল আজও অচেনা আঁধার।
--------------------------------------------
৩১/৮/১৯--অবুঝ মন--