একটা ভরা শষ্যক্ষেত ছেড়ে বলো কে আসতে চায়
একটা থৈ থৈ নদীর বুকে বলো কে না ভাসতে চায়
একটা নিবিড় অরন্যের মাঝে বলো কে না থাকতে চায়


তেমনি,হাঁ ঠিক তেমনি,একটা ময়না পাড়ার মহল্লায় হয়েছিল ঠাঁই
কত কত আয়োজন!মনেতে ফাগুন এলো,তোতাও গান শোনালো"ঘরেতে ভ্রমর এলো-----"


বিনিময়ে চাঁদ আর কী দিতে পারে?
তমসা কাটিয়ে ধীরে ধীরে জোছনা ছড়ালো
অথচ অমোচনীয় কালির দাগ কিছুতেই ওঠাতে পারলো না!
চলে যাওয়ার ইচ্ছে নিয়ে এগিয়ে আসা কেমন যেন!
এই কী তবে দিনবদলের পাগলা ঝরা ইসের টান?
আগুন রাঙ্গা চড়া রোদে শুকিয়ে যাওয়া--?বেশ তো ছিলো ধূসর চরে ঘুমিয়ে থাকা।
---------------------------------------
-৪/২/২৩-অবুঝ মন-