সব যদি স্বচ্ছ সরোবর ভেবে নাও
তবে চটচটে খানা ডোবা এলো ক্যান
চড়ুল ও ফুল হলে
ভনভনে মাছি তো একটু করবে ভন ভন।


বুঝে সুজে এগিয়ে গায়ে গা ছুঁইলে
তবে তো বুঝবে গোলাপের জাতটা
কতটা বে রঙিন ফলসা।


শেষমেষ সেই তো কী মধুর ক্যাকটাস!
দিলো তো বজ্জাত ঝামা ঘসা ঝাপটা।


ভেবে আর কী হবে এখন আর?
"জল পড়া পাতা নড়া"কোলাহল কলরব
ফস্টি নস্টি যাই হোক,প্রয়োজন সবটাই
সংসার দিব্বি চলছে,চলবে---
--------------------------------------------
১৫/১২/২৩-অবুঝ মন -