।।ভাবনার পৃথিবী।।
---------------------------------------------
প্রথম পর্বের সমাপ্তি তো ঘটে গেছে সেই কবে
তবুও শুকতারাটা মনের দুয়ারে আজো রয়েছে জেগে
সেকারনেই হয়তো'গান ভালো বেসে গান'
এ মধুলগন সুর হয়ে বাজে মনের গভীরে
কতোবার ধরা দিতে চেয়ে এসেছে উড়ে ফুড়ুৎ শব্দের স্বপ্ন নীড়ে!  


যদিও অনেক অনেক দিনের পরে শিশির স্নাত রাঙা গোলাপের সাড়া মেলে
তবুও,কোথাও যেন সেই উজান ঢেউয়ের দোলা রয়ে গেলো পাতার আড়ালে।


এটাকেই গোধূলি পর্বের সূচনা ধরে পথ চলা হলো শুরু
কিন্তু হায় এখানেও দীপ্ত ক্যালকুলাসের হলো আবির্ভাব!
ফসলের ক্ষেত জুড়ে দমকা বাতাস,সর্ষে ফুলের ধ্রুপদী উল্লাস!
ভাবতে না ভাবতেই ঘন কৃষ্ণকায় মেঘের বনেদি প্রাচুর্যে নতুন উপন্যাস,
চোখের সামনে ভেসে ওঠে ঘন কুয়াশার অরাজক চরাচর
টপ টপ খুলে গেলো অন্তঃঝরার সহস্র রেস্তোরা,সুনামীর গভীর তান্ডব!


আর দেরি নয় এলো সেই মহাসন্ধিক্ষণ,সংকল্পের পথে পা বাড়িয়ে ফিরিয়ে দেওয়ার পালা
সহজ কবির নতুন বোধোদয়ে কবিতার চারা বপন,
আমায় হাত ধরে এগিয়ে নিয়ে চলে ভাবনার পৃথিবী।
---------------------------------------------
  -২/২/২০২১-অবুঝ মন-