বিশ্বাস শব্দটা অভিধানে আছে
সে কারনে মানুষের চিত্রটা আসে ভেসে
তাতে যে যাই বলুক লোকে।
শত ধুলে কয়লার যে ময়লা তোলা যায় না
সে ভাবনাটা আজ---
ত্রিশূলের মতো এসে বিঁধছে বুকে।
নামের এক অপার মহিমা
ডাকে লোকে জালি
গড়ার চিন্তা নেই যে মনে
ভাঙার জুড়ীতে অতুলনীয়
মজা নিতে এসেছে ধরার মাঝে
তাই আজ,সে নীরবে দেয় হাত তালি।
ভাবলোনা একবারও--
রাবণের চিতা-আজ ও ,জ্বলছে দাউ দাউ করে
জ্বলবেও, তা সুদীর্ঘকাল---
গোবর থেকে আজও ,যে হয় ঘুঁটে।
-----------------------------------------
৩১/৭/১৯