রামধনুর রঙে কখনো কি মরু ছায়া মেলে?
খুঁজে পাবে জলধির ভয়াবহ লীলাখেলা
তেমনই মোমবাতি হয়ে যদি যেতে চাও
অচেনা- আগুনের পাশে বারে বারে
পুড়তে যে হবেই খানিকটা---
এ কথা হলফ করেই বলা চলে।
খেয়া ঘাটে যাত্রীরা দাঁড়িয়ে আছে
খেয়া তরী এল ভেসে ভেসে কাছে
অভিজ্ঞতার পাতা খুলে তাকিয়ে দেখো--
কি ঘটনা ঘটতে পারে?
তাই বলে জহুরীর চোখ বদলে যাবে!
এটা মেনে নেওয়া বড় কঠিন
ভাবতেও কষ্ট লাগে মনে
আজও জহরকে চিনলেনা এখনো।
---------------------------------------------