ভালো বন্ধু হতে তো হবে
না হলে কী বলা যাবে
একটা কথা বলবো তোমায়
ওই যে জ্বর মাপতে চেয়ে
দেখা হয়েছিল দুজনায়
আসলে ওটা কোনো জ্বর নয়
কিছু সময়ের বাইপাস
ভিতরে যে তখন অন্য কারোর বাস!


ভালো বন্ধু হতে তো হবেই
না হলে কী বলা যাবে
এই যে দেখছো আগুন
ঝাঁঝে মরে যাবে
বলোতো এমন ছবি শেষ দেখেছো কবে?
কেমন করে--কোথায় কোথায়?
সুখ তুমি কি খুঁজে পাবে?
বুঝলে এবার সত্যি ঝাঁঝে মরে যাবে!


ভালো বন্ধু হতে তো হবেই
না হলে কী বলা যাবেে
চলো যাই তাঁবুর ভিতরে
খোঁজ খবরের ভার তোমার উপরে
এই তো হাত রেখেছি মুঠোয় পুরে
উত্তপ্ত নিঃশ্বাস ঝরছে অঝোরে
তবু জেনে রেখো এ কোনো ঢেউ নয় কবি
শুধু তোমার চোখের উদাসী বিশ্বাস!/ভিমরী খাওয়া


ভালো বন্ধু হতে তো হবেই
না হলে কী বলা যাবে
সমুদ্রকে কাছে পাওয়া------!
নাড়ানাড়ির বীজ অন্য কোথাও
অলীক পৃথিবী গোটাও
শূন্য মন টা টা--বাই বাই
কবি তুমি না বড়োই অন্ধ
যাও ফিরে যাও নিজের অববাহিকায়!


তথাপি স্রোতের টান যোযন রেখায়!
তুমি যে আমার খুব ভালো বন্ধু
ভালো বন্ধু হতে তো হবেই--!
-------------------------------------------
১০/১০/২০২১-অবুঝ মন-