।।ভাঙা বাঁশি।।
                  ।‌।নরেশ বৈদ্য।।
---------------------------------------------
এ এক অদ্ভুত বিকেল বেলার বাসন্তীকার মায়াবী মোহ
ব্যবধানের আকাশে ছিলো রুক্ষ মরুভূমির চর
তবুও ধকল সামলে বয়ে যায় সতেজ সমীরন
নির্ভেজাল সরগমে বেজে উঠলো সেতার
'কি পরবো বলো'--স্নিগ্ধ শিশির ভেজা অবাক জোছনা।


মনে হলো এখুনি যমুনার নীরে সাঁতার কাটতে রাজি
অন্তরে ঝিকমিক অনঙ্গ শিখার কোলাহল
সুরভিত মধুযামিনীর সে কী ঝলমলে রোদ!
আনন্দে ভিজে উঠলো সোহাগ উঠোন
দেখা দিলো মেঘহীন সীমানা,অলব্ধ প্রেমের মিষ্টি আলো।


বাসনার সুঘ্রাণে চাহিদার গুল্মলতা আছড়ে পড়লো সজোরে
বিদ্যুৎ স্রোতের ঝিলমিল সাঁতার খেলে গেলো বুকের গভীরে
স্বপ্নের ভিতরে ঘুম ঘন হতে না হতেই -মনে হলো অবিকল সেই চোখ,সেই মুখ
যে কিনা অনেক চেনা স্বপ্নচারিনী,চকিত হরিণী আমারই মেমসাহেব
ভালোবাসার ফসিলে এঁকে দিতে চায় নতুন সুনামী‌।


আমার আগ্নেয়গিরি তখন ফুটছে টগবগ করে
অথচ ওর অভিকেন্দ্র ঘুমন্ত সন্ধ্যাবেলা,কালো ললনার জড়ানো আঁচল
শেষবারের মতো নিজেকে ঝলসে নিতে চেয়েও-
ফতুর বসতে ছুঁয়ে ফেললো মৃত আলিঙ্গনের ফিকে রং টুকুও।
---------------------------------------------
০২/৬/২০২০-অবুঝ মন