রূপ সুন্দরী -প্রেম সুন্দরী ডাকে
শত শত মানবের দল দেয় পাড়ী
নয়নাভিরাম রূপে
যুগ যুগ ধরে ডাকছে কাছেতে ওযে।


কত অভিমান যেন জমা
রেখেছে বুকেতে নীরবে
চির শান্তির দেশে
'ও' আছে যে ঘুমিয়ে।


নানা রূপে ধরা দিয়ে এই ধরা তলে
মুড়েছে নিজেকে বিলাসবহুল রূপে
কখনো শুভ্র শীতল বরফের চাদরে মুড়ে
আবার কখনো বা মেঘেদের ডাকে সাড়া দিয়ে।


অবিরত গগন পানে তাকিয়ে
দিনে রাতে জেগে
ধাপে ধাপে দিয়েছে স্থান মানবের
নানা পসরার ডালি সাজিয়ে।


মৃত্যুর হাতছানি নিয়ে
নানান শৃঙ্গকে কে বারে বারে
মানুষ করেছে জয়
নাম যে ওরই হিমালয়।


বিনিময়ে মাঝে মাঝে- নির্দয় রূপ ধরে
নিয়েছে বুকেতে টেনে- বহু মানুষের প্রাণ
তবু ও জনমানবের দল অভিমান ভুলে
মেনেছে মনে মনে ওনাকেই ভগবান।
---------------------------------------------