ভেবে দেখো
যমুনার অসার উজান
দেখেছে বা কয়জনা?
শহর জুড়ে নামলে খরা
চিড়ে আর ভিজবে না!


কি নেই তাতে?
বসতবাটি রঙিন খাঁটি
চাষের মাটি
খেলা ঘরের শক্ত ঘাঁটি!
ভাবতে পারো পাথর বাটি
ছুঁলেই পরে ছেঁকার কাঠি!


ভেবে দেখো এমন হলে
ঐ তিরেতে বিঁধবে ক'জন?
রসবোড়া হলেও বা কী
বনের পাখি হয় কি আপন?
---------------------------------------
               ওরা কারা?
ঘুনের বাসা ছড়িয়ে গেছে সেগুন তাকে
রাস্তাঘাটে হায়না খোঁজে দুর্গা মাকে
পুড়ছে ঘর পুড়ছে শরীর নগ্ন চোখে!


ওই যে যারা সময় কেনে এসএসকেএমে
বিকোয় কত এফআরসিএস এমবিবিএস- মিঠেল দামে?
ভেট যে তারা পাবেই পাবে রঙিন খামে।


জঞ্জাল কি ভরে গেছে ধাপার মাঠে?
দেখুন কারা লোলুপ চোখে সমাজ বাটে?
ওরাই তো ধারে ভারে কয়লা বেচে চাঁদের হাটে!
-------------------------------------------
-১০/৪/২০২২-অবুঝ মন