এই যে আবেগের স্ক্রিনশট,এই যে মন খারাপি
ভেবে দেখো সবটাই তোমার ছেড়ে যাওয়া পথ নয় কী?
জাগরণ মঞ্চে তোমার অব্যক্ত চিৎকার যদি বাতাস ভারী করতে পারে
তাহলে যে ভ্রমর এতো দিন গান শোনালো,তাকে মুড়ে ফেলা ধূসর চাদরে!
ওই দেখো হাতে হাত রাখা কথা,চোখের গভীরের ভাষা,"মনেতে মন গেঁথে রাখা"
অলীক স্বপ্নে কতবার পুড়ে গেছে পাঁজর,শুধু একটি বার খিদের শরীর শুকাবে বলে।
------------------------------------------
৪/১/২৩-অবুঝ মন-