যেভাবে সময় নিচ্ছে বিদায়
সেভাবেই ব্যবসারও পরিধি বদলায় আগুন শরীর
তবু জিজ্ঞাসা থেকে যায়
ছায়া জলে মিশে কেন এতো পরিযায়ী ভিড়?


তাই রোদ সরানো আগুন হোক যত ক্ষীণ
তবু স্মৃতি কখনো সততা সুখের
আবার কখনো বা নির্বোধ দূতিহীন।


আসলে ভালো থাকা বলো আর ভালো রাখা
এখানেই যতো প্রয়োজন মজবুত ভিত
হে উদাসী আউল বাউল মন একবার ভেবে দেখো
কোনটা উচিত আর কোনটা অনুচিত।
--------------------------------------- -৩১/১২/২৩-অবুঝ মন-