হতে পারো তুমি প্রশান্ত মহাসাগর
তাই বলে ভেবো না ঢেউয়ের বহরে ভারি
এই দেখো কেমনে আজও উজ্জ্বল খেয়া তরী।


ভাবতে পারো তুমি জয়ী,আপত্তিতে ভীষণ-ই নারাজ
দেখো চেয়ে সাদা খাতায় কেমনে হয়েছে পাশ?
আসলে জীবন আলোকে যোদ্ধাই জানে কে প্রকৃত প্রেমিক।


তুমি উন্মাদ আগুনে ভরা জৌবন রিসোর্টের ফসল বারে বারে ঘরে তুলতেই পারো
তাই বলে ভেবো না কখনো চাঁদের আলো বড়োই ম্রিয়মাণ
ভেবে দেখো সাঁতার কাটতে না জানলেই তবে না ডুবুরির খোঁজ প্রয়োজন।


তাই তো "হে নতুন" আজও এতো প্রাসঙ্গিক,মুক্ত বাতাস নেচে উঠুক তীব্র আনন্দে।
-------------------------------------------
২৮/১২/২২-অবুজ মন-