।।  ভেবে দেখো ঠিক কি না?
      ।।কলমে: নরেশ বৈদ্য।।
-------------------------------------------
প্রবহমান গঙ্গার স্রোত ধারা
বুঝতে না পারার কী বা আছে তায়
ভাবলে শুধুই শিহরণ জাগায়,অবাক যে হতে হয়!


ঐ যে সুদূর অববাহিকা
যেথা বিষাদের ছায়া ঢেউ খেলে যায়
খোঁজ নিয়ে দেখো-ক'জন তার নাগাল পায়?


ব্যাপারটা এমনই,যার সাথে ঘটে
অনুভবের পারদটাও কিছুটা হলেও বেশি হয়
বাকিটা গড়পড়তা এক একটি জন মতামত।


পুরুষই হোক কিংবা সৃষ্টির স্রষ্ঠা নারী
সবটাই বিধাতার অনন্য উপহার
সুতরাং প্রশ্ন নিয়ে এই চরাচর-বিশ্বজগৎ সংসার।
---------------------------------
৪/৭/২০২০-অবুঝ মন-
---------------------------------
।।আবোল তাবোল।।
-------------------------
টিং টিং ধ্বনি শুনে জেগে যায় ঘুম
স্বস্তির বৃষ্টিতে ভিজ বার ধুম
হাই!! শব্দ দোলা দরজায় নাড়ে কড়া
ভালোর গল্প শুনে জেগে ওঠে সারা পাড়া
শুরু হলো ফটাফট শব্দের খেলা
হৃদয়ের কানাকানি ঢেউয়ের দোলা
কবে থেকে ট্রেন-
ছাড়তে পারে জানা আছে কি?
উপরওয়ালা জানে,মানে--
দিদি জানে আর মোদি জী
এ কথা শুনে বলে কিনা বাঁচবো না আর!
এতো হীনতা! মনকে শক্ত করা খুব দরকার
এরপর শুরু হলো তোলপাড় ঝড়
বর্ণের সুঘ্রাণে হিঁচকির মোড়
'দোল দোল-তোল পাড় তোল'
আপোসের বেড়া ভেঙ্গে বানভাসি বোল-আবোল তাবোল।
----------------------------------------
২৬/৬/২০২০-অবুঝ মন-