তুমি সুন্দর তাই দরকার পড়েনি প্রলেপের মসৃণ ব্যবহার
অথচ সেই তুমি জড়িয়ে ধরলে এতোটা,এতোটাই দেখাতে চাওয়ায়!
সুতরাং আস্থাভাজনে অনাস্থা এলে পাটে পাটে থেকে কী লাভ?
এর চেয়ে ঢের ভালো তৃষ্ণার্ত শহরে ডুবে দূর্ভিক্ষের মোক্ষ লাভ
না হয় আরওও--একটু বড়োই হলো মায়া ছায়ার আশ্রয়
এবার তুমি ভেবে দেখো দূতিহীন না দূতিময় ও চাঁদ?
------------------------------------------
২২/৬/২৩-অবুঝ মন