ভেবে দেখো


আমরা যাকে বলছি ভালো
কতটা তা--?মাপতে হবে
আমরা যা করছি মনে
সত্যি কি না--?ভাবতে হবে
আমরা যা দেখছি চোখে
জরিপ কর গুণবিচারে।
সেই যে হঠাৎ বলে গেল ময়না পাখি
আসবে ফিরে তোমার কাছে,একটি দিনে
জেনে রেখো,একান্ত তা ব্যক্তিগত
এবার তুমি ভেবে দেখো সত্যি কী না?
----------------------------------------
তবু বেঁচে থাক


ভাটাংশুদের ভাটবকানি আর কী জানতে আছে বাকি?
চারিদিকে উঠছে আওয়াজ ঘটছে যা সব দেদার ফাঁকি!


জানি না এ কোন চোরা বালিতে ডুবে যাচ্ছে গোটা একটা সমাজ
ভাষা সন্ত্রাসে ক্রমশঃ ছড়িয়ে পড়ছে দূষিত বাতাস
রাজার কাপড়ের ধরন কবিরাও দেখতে পায় না আজ
সুতরাং ড্যাং ড্যাং "এপাং ওপাং ঝপাং--এসবই  না কী ভোরের কোকিল গান!


ফলে কার সাধ্য কামদুনি থেকে তিলজলা বন্য কান্ডের সুনামী আটকানো?
তবু বেঁচে বর্তে থাক একটু অবসর জীবনের প্রিয়জনের জন্য।
---------------------------------------------
-১/৪/২৩-অবুঝ মন-