রাগের কথা যদি বলে থাকো তা হয়তো একটু হচ্ছে
এতোদিন পরে শুনাতে চাইলে নিজ ঘর ছেড়ে অপরের দাম দিচ্ছো।


হয়তো তারে বেসেছিলে ভালো দিয়ে মন প্রান
তাই বলে জাত কুল ছেড়ে এই অসময়ে এ কেমন সুখ স্নান?


যদি কেউ পারে দিতে বাঁধা জোরে সে আর কেউ নয়
হাতে হাত রেখে সাত পাকে ঘুরে করেছো যাকে জয়


ঐ দেখো চেয়ে জোনাকির আলো জ্বলছে আঁধার রাতে
যতো দোষ করো দেখা হয়েছিলো একদিন তোমাতে আমাতে।


কথায় কথায় যে পথে চলা হেলায় কি দূরে ঠেলা যায়?
যাকে চিনি না যাকে জানি না তাকে নিয়ে এতো ভয়!


অনুরোধ নয় অনুরাগের ছোঁয়া চিরকাল থাকবে তোলা
ভেবে দেখো জীবনের প্রথম গোলাপ সহজে যায় কি ভোলা?


যদি মনে করো এখনো পারো সব বাঁধা পার হতে
জয়ী হতে গেলে দূর্বলতার শিকড়টা পারবে কি টেনে উপড়ে নিতে?
--------------------------------------------
৯/৪/২০২১-অবুঝ মন-