নাই বা হলাম পাখি-তাই বলে করবো না ডাকাডাকি
তা আবার হয় না কী?
নাই বা পেলাম ডানা--তাই বলে সামনে এগোতেও মানা


ভাবতে পারেন পথের পথিক-তাতে কী বা এসে যায়?
তাকিয়ে দেখুন কত বগি--জুড়ে গেছে অন্বেষার সীমানায়।


এ গাড়ি থামবার নয়,উঠে পড়ুন একবার
পৌঁছে যাবেন ঠিকইই-চূড়ান্ত পর্যায়
মিলবে স্টেশন জ্বলবে আলো
খুশির স্রোতে গৌড়-মালদা হয়ে উঠবে ঝলোমলো ।


দিন ক্ষণ সে তো কবে হয়ে গেছে স্থির
সতেরোই ফেব্রুয়ারি দু-হাজার তেইশ
অস্থির না হয়ে ভেবে দেখুন সময় কি পাবেন না প্রস্তুতির?
---------------------------------------------
৪/১২/২২-অবুঝ মন -