ভোরের মিষ্টি ফুলের গন্ধে
দুটি প্রজাপতি মেলে ছিল ডানা
অমৃতের সেই স্বাদ শুষে নিতে--
হঠাৎ সেথা ধেয়ে আসে, হানাদারদের হানা।


চারিদিকে কৌতুহলী চোখ কি হয়, কি হয়
নজর এড়িয়ে ওরা চলে গেল আড়ালে
আসলে ওদের যে নজর ছিল--
দুর্বল পৃথিবীর মোটা থলির তলে।


বেঁচে গিয়েছিল সেদিন প্রজাপতি দুটি
ডানা হারা জটায়ুর মতো--
কিন্তু গন্ধ , সুভাস হারিয়ে গেল
পলাশ ফুলের মতো।


এর দায়ভার কে নেবে--
আছে কি কেউ এই সমাজে?
মানবতার মুখোশ পরে
যারা বেঁচে থাকে, এই সমাজেরই মাঝে।


হায়রে কি বিচিত্র এই রঙ্গ-
ভেঙে ফেল , গুঁড়িয়ে দাও
ঘুন ধরা এই কায়েমি--
লোভাতুর শ্রেনী শাসন তন্ত্র।
----------------------------------------
১৪/৪/১৯