দেখতে দেখতে পাশের দেওয়ালে-দিলোতো হানা
কতবার শুনিয়েছি বলোতো,ওর নাম করোনা
তবে কী জানো-বেশি ভয় পেয়ো না
ইমিউনিটি শব্দের ময়মটা একটু মেনো
এর সাথে একে একে সবারই ঠিক হবে পরিচয়
যম নয় তবুও খানিক দেখাবে ভয়
নিয়মিত কিছু কাজ রোজ যদি করা হয়
পাশ-বালিশের মহাসুখে জীবনে আসবে জয়।


মন দিয়ে করা চাই নুন জলে গারগেল
হয়তো লাগবে বিষাদ খানিকটা বিটকেল
গরমের সরবত দিনে রাতে খেতে হবে
বাতাসের ঘুলঘুলি ঠিকঠাক রেখো তবে
এর সাথে রেগুলার কিছু চাই ভিটামিন
বি-সি-ডি থ্রি খাওয়া চাই প্রতিদিন
আর চাই মানসিক শক্তি প্রবল
বিপদের সব সীমা হয়ে যাবে দুর্বল
নাও তো এবার,চাঁদের আলো মেখে মুখটি তোলো
ঐ দেখো চেয়ে-অমানিশা কালোছায়া অবসান হলো।
---------------------------------------------
২৭/৭/২০২০-অবুঝ মন-