বিনিময় বলতে যেটুকু বোঝায়
কিছুটা সময়,কিছুটা রূপকথার গল্প জমজমাট,
ধরা যেতে পারে সবটাই শহীদের ক্যানভাস
সেখানে মন ফড়িংয়ের পাগলামী না থেকে কি পারে?
আগুন--আগুন উঠলো জ্বলে দাউ দাউ করে!
হতে পারে তা যৌন মিছিলের ভ্রান্তিবিলাস
উদ্বায়ী স্নায়ুর অর্বাচীন ভ্রম--বিক্ষিপ্ত প্রতিফলন
ঠিক যেন হীরক দ্যূতি--পি.সি.সরকারের আমল,
শব্দকোষের ব্যবহারিক প্রয়োগ ওই!
মায়াবী ক্লিভেজ--অলীক সাগর!"বেলা শেষের আনমনা রোদ"।
------------------------------------------
-৩১/৮/২০২২-অবুঝ মন-