কালের ঘূর্ণিপাকে,সময়ের চলমান স্রোতে
বেদনার দরজা ঠেলে আবার দেখা হলো
মিলন মেলায় মুখোমুখি দুজনার
সেই চোখ,যে চোখে দেখেছি
অবুঝ বন হরিনীর উন্মাদ নাচন
ঢেউ খেলে গেল উথালপাথাল
দিলো সাড়া,রূপোলী চাঁদের মুচকি আহ্লাদে
কেটে গেল ক্ষনিক সময়
ভাবের নীরব ঢেউয়ের বিভোর স্মরণিকায়
অন্তরে বয়ে গেল অলকানন্দার--
পবিত্র সবুজ ভালোবাসার সুগন্ধি স্রোতধারা
মায়ার চাদরে মোড়া গোলাপ তরঙ্গ দুলে।


এরপর ক্ষনিকের বিশ্রাম
দীগন্তের সীমানায় যেমন ডুবে যায় দিবাকর
কি জানি কি হলো,সেই একই চোখে
ছলাত্- ছলাত্ জল তরঙ্গ দোলা যেন গেল হারিয়ে
আজ অতীতের সামান্য বর্ণনে
মুচকি হাসিতে বর্ষিত চাবুকের ঘন বর্ষন
চেয়ে ছিলাম যেখানে সুগন্ধি বাহারি ঝর্ণাধারা
বিনিময়ে এলো ফিরে বাঁধভাঙা একরাশ কোঁকড়ানো বেদনার ঢল।
---------------------------------------
২৪/১০/১৯-অবুঝ মন-