।।বিচার চাই-বিচার।।
।।কলমে: নরেশ বৈদ্য।।
---------------------------------------------
খুবলে খাওয়ার বাসনা নিয়ে রাতের অন্ধকারে
যে হায়না দিয়েছিল হানা
বাঁধার পুরস্কারে জননীর শরীরও সেথা স্থান পায় লাশের ঠিকানা
ভাবতে অবাক লাগে
কেন এতো নৈতিক পতনের এলিয়ে পড়া মিউ মিউ প্রহসন?
ভিড় করে শুধু ভেজালের কারখানা
ভাগাড়ের শকুনেরও দিতে হয় নিরাপদ আশ্রয়
তল্পিবাহক হলেই সাতখুন মাপ-এ কী খতিয়ান!
এই যে ক্ষমতা,এই চেয়ার কাদের ঝরানো রক্তের দান?
সেখানে নির্যাতিতারা দংশিত অন্ধকারের কবলে-
পেতে কি পারে না তারা এতোটুকু মান-সম্মান?
কিসের এতো বিধি-নিষেধ-কেন বা জোটে না?
ন্যূনতম হলদেটে গ্রেফতারি পরোয়ানা
তাহলে কি ধরে নেওয়া যেতে পারে--
অন্ধকার পুরোপুরি ঢেকে ফেলেছে আমাদের শহরকে
এখনও সময় আছে,ধ্বংসাবশেষ হতে বেরিয়ে আসার
লোলুপ হিংস্রদের মদত নয়,বিচার চাই,ঠিক বিচার।
---------------------------------------------
২৭/৬/২০২০-অবুঝ মন-