বিচার্য বিষয়
--------------------------------
যেখানে অজস্র মনিকাঞ্চন একসাথে দল বেঁধে ভিড় জমায়
সেখানে সুতসুতে চোখের উৎসুকে ভিড় থাকে কি না?
এবার বিচার্য বিষয় কোনটা ন্যায্য আর কোনটা অন্যায্য দূর্বার দুর্জয়।
যে সময় একসাথে গেছে বয়ে সেটা যদি মিথ্যে প্রশান্তির অছিলা হয়
মনে কি হয় না পরতে পরতে এ পাতাই জীবন মরণের সীমানা ছাড়ায়?
এর পরেও ধূসর রঙের পাহাড়ে চড়ে অভিমানের করাল দ্বীপে একান্তে পথচলা!
মন কি জানে না এই যে সময় নিরিখ বদলের সবটাই মায়াভ্রম নয়?
-----------------------------------------

কবে আর বুঝবে?
------------------------------
একদিকে বলছে যা নিয়ে পালা
অপরদিকে কানপাতলেই ঝালাপালা
নাগালের বাইরে চার চারটি দামি গাড়ি!
যেখানে জড়িয়ে সোহাগে আদুরে মায়াবী মায়া
সেখানেই চলে এসব প্রহসন
জনগণ ভাবে কী দারুণ কী দারুণ ইনভেস্টিগেশন!
কবে আর বুঝবে আপাদমস্তক ডুবে গেছে ঘন অন্ধকারে?
"হে মোর দুর্ভাগা দেশ"--বেদ বেদান্তের বানী আজ মিশেছে কোথায়?
-------------------------------------------
৩০/৭/২০২২-অবুঝ মন -