জানতে চাওয়ার ভাষা ছিল সহজ সরল
প্রকাশ করার ধরন ছিল কি করছো
আগুনগোলার ভাষা ছিল এই উঠলাম
জিগ্যাসিল কোথায় তুমি-কি করছো
বলেই সে যে হারিয়ে গেল কোন সুদূরে।


খানিক পরে বার্তা এলো কোথায় যাচ্ছো
জানিয়ে ছিলাম খামখেয়ালীর পাখনা মেলে--
হারিয়ে যেতে অন্ধকারে
সংযোগেতে ধরলো আবার পচন রোগ
মন বললো এটাই ছিলো কর্ম ভোগ।


আশার দোলায় ভেসে ভেসে--
চাইলো হৃদয় ফোন করতে,
সমস্যা যে আছে অনেক মনতো জানে--
অনেক পরে জানতে পারলাম করতে পারো,
তখন যে বসে আছি স্বপ্ন পূরে।


সময় নিয়ে জানিয়ে ছিলাম ব্যস্ত আছি
মান্নাদের আড্ডা ঘরের পাশাপাশি।
নস্টালজিক নামটি হলো কফি হাউস,
বেরিয়ে এসে জানলাম তুমি--
দিব্বি আছো,ভালোই আছো।
-----------------------------------------