কী জানি কেমনে ওরা মেলালো কাঁদ?
শয়তানি করবার জন্য এভাবেও পাতা যায় ফাঁদ!
এক হাতে তালি যদি বাজতো--
অংকটা অতিসাধারণ,মেলানো কত না সহজ হতো
হাঁকালো বেশ ভালো দর!এখানেই বগা খেল মার
নিলো সে শরীরের রক্ত বেচার দায়
পাথরের ঘুম ভাঙে কি আর?কী ভীষণ চকচকে চোখ তার!
একদা মোহনায় ডুবসাঁতারে পরমায়ু ছুঁতে চাওয়া দুরন্ত অভিলাষ--
এক লহমায় সবটুকু মৃত নির্যাস!
হয়তো এরই নাম রঙ্গ মঞ্চ--চূড়ান্ত অভিনয়
জানি না বলবে কী না ভালোবাসা আদরের ঘর?
বিদায়ী ক্ষণ এলো যে সময়
ততখনে অবশিষ্টাংশ ছুঁয়ে ফেলে শূন্যের সব সীমানা পার!
কী বিচিত্র এই বাঁক! রুদ্ধ কপাট
পরিযায়ী ভিড় দৈন্যদশা বুঝি এমনই হয়?
---------------------------------------
২১/৩/২৪-অবুঝ মন -