------------------------------------
বইছে হাওয়া নড়ছে ডাল
জীবন বোধে ঝলমল
পিতা মাতার কর্তব্য জ্ঞান
দেখুক একবার জনগণ।


বাসার পরে আছে ওদের
ছোট্ট দুটি ছানা
বৃষ্টি তখন পড়ছে ঝরে
অঝর রূপি ঝর্না


ছাতার মত ধরল মেলে
ওদের দুটি ডানা
ওরাও বোঝে এমন সময়
ভিজতে আছে মানা।


একেই বলে নাড়ির টান
বোঝেও কাক পক্ষী
মানুষ হয়েও বুঝলো না
সমাজে রয়েছে,অনেক স্বাক্ষী।
------------------------------------
৬/১০/১৯--অবুঝ মন--