সেদিন বাতাস ছিলো
মহুয়া নেশার মেহফিল
অথচ স্থান ছিলো ভীষণ সংকুলান
চারিদিকে থিকথিকে ভিড়!


শব্দ খেললো সাঁতার
বাঁকা ঠোঁট ছুঁয়ে
সন্ধার অবকাশ হলো ম্লান!


শ্যাওলার জয়জয়কার
বিষন্ন বালুকার ভিড়
প্রেম বুনলো মৌন মিছিল!


বহতা নদীর তীর
তাল কেটে হলো উদাসীন!
------------------------------------
-২৮/২/২০২১-অবুঝ মন-