বনের পাখি পোষার আশা
সবাই কি আর করে?
সেই তো তাকে জড়িয়ে রাখে
যে জন পুড়ে মরে।


কথার কথা হলেও বা কী--
জোৎস্না স্নাত চাঁদের আলো
হোক না যতোই মেঘের আঁচল
বৃষ্টি জলে ময়ূর নাচে ভালো।


বলতে পারো এসব কখন
আগুন রোদে কঁকিয়ে ওঠে?
প্রেম পিরিতির বিলাস ভেলা
যখন স্বপ্নে চোখে মাথা কোটে।
-----------------------------
-১৩/৭/২৩-অবুঝ মন -