আমি তো সেই বেলাশেষের গল্প শোনা কালের নিয়ম আলগা বাঁধন ঝরাপাতা অবুঝ সাথী
তবু দেখো কেমন করে তোমার কাছে ইচ্ছে সুখের উঠোন খুঁড়ে আসছি ফিরে বারে বারে?
শুধু তোমার জবা কুসুম পলাশ রাঙা উষ্ণ ঠোঁটে রামধনু রঙ আঁকব বলে
থাক না যতোই পোড়া পিঠের বুকের জ্বালা আকূল স্রোতের দেউল গাঁয়ে
একবার তো ডেকে দেখো পাগল ঝরা মন কেমনের ইচ্ছে নিয়ে চাঁদকে কাছে
দেখতে পাবে মরা ডালের নিঝুম আখর কচিপাতা কেমন করে উঠছে জেগে
বলতে পারো এটাই আসল গোলাপ বাগের মাধুকরী মধুর ছোঁয়া গভীরতম
থাক না যত ধূসর রঙের মরচে ধরা আগুন খিদে সুপ্তরূপে নিজের নিজের --
---------------------------------------------
-১২/১০/২৩-অবুঝ মন -