যে বাঁশির সুর শুনে রাধা জাগে স্বপ্নচোখে
সেখানে কি করে চটজলদি বিদায়ী সংবর্ধনার ঘন্টা বাজালে?
তাও একেবারে একরাশ কোকড়ানো কালো মেঘ এঁকে!
সুরভিত সৌরভ বলো কে না চায়?
তাই বলে মেকি ধারনার বশে,
অস্তাচলের পথে পা বাড়ানো সে কি শোভা পায়?
ছেড়ে গেলে সময়ের নিরিখ বদলের ভগ্ন কুলীন ছায়া!
যদিও হলপ নামায় প্রকাশিত
ধ্বংসস্তূপের গভীরে আছে জেগে স্মৃতি মুখর চরাচর,বর্ধিষ্ণু বারান্দা।
-------------------------------------------১৯/২/২০২১-অবুঝ মন-