কেবল একটা ফস্কা ঢেকুর
যেখানে অনিশ্চিত ভবিষ্যত এখনও জীবিত
সামান্য ফোকাসে কতটা সজীব হতে পারে?
অথচ কত সহজে নিরাপদ আবাসস্থল খুঁজে মরে!
এভাবে পালিয়ে যাওয়া আর কতকাল ---?


বুঝতে হবে আগে,এবার এসেছে সময়
কোনটা কল্লোলিনী আর কোনটা অন্ধকারের বিমূর্ত বলয়
তারপর একটু সময়ের দিকে চেয়ে এগোলেই হলো
অঘ্রাণের শিশির হয়ে ওঠা বোধহয় কেউ আটকাতে পারে না।
----------------------------------------
২২/২/২৩-অবুঝ মন-