---------------------------------------------
জনমানসে এ কি শোরগোল ছোঁয়াচে বর্গী হানা
নয় গ্ৰেপতারী পরোয়ানা,ভাইরাস ওড়ে--
নাম তার করোনা,মৃত্যুর ঠিকানা!


আকালের নাকাল নাগপাশে বিশ্ববাসী বন্দি
সময়ের নির্মম বেড়াজাল
ধান্ধাবাজির চলছে নানান ফন্দিফিকির ফন্দি।


অল্পস্বল্প বিনিময় মূল্যে যা ছিল খুবই সহজ লভ্য
সস্তা ঝুড়ি যায় না ছোঁয়া
বাজার হয়েছে ভীষণ দামি,দুষ্প্রাপ্য দুর্মূল্য!


আগুন জ্বলছে ফাগুন হাওয়ায়
মৃত্যুর দামামা নিশান জারি
তবুও,মানব সাগর তীরে চলছে নির্লজ্জ জোচ্চুরি বাটপারি।


কোথায় শেষ,কেন বা শুরু প্রশ্ন কি হারিয়ে গেল?
মানব কূলের এ হেন বিপদে
বিশ্ব মানবাধিকার কমিশন কি গোপন গুহায় মুখ লুকালো?


কে খুঁজবে,কারা বা খুঁজবে? মাথা গুলো সব জোচ্চোর
শেষে কিনা মানুষ মারার ভাইরাস এলো
হে প্রভু এ কেমন বিধান নিষ্ঠুর অবিচার? চাই প্রতিকার।
---------------------------------------------
১৯/৩/২০২০-অবুঝ মন-