সেই তো কবেকার স্বপ্ন,না তেমন কিছু না
একটা সমুদ্র দেখতে চেয়েছিলাম
আর তার উছল ঢেউ বুননে--
নদী তো কাছে আসতোই আসতো
চাঁদ হতে পারতো আরো আরওও-- উজ্জ্বল।


ওই দেখো রঙিন রোশনাইয়ের দাবানল ছুটে যায়
বলতো এটুকু কে না ছুঁতে চায়?
যতোই  হোক না কেনে "দুজনাতে লেখা গান"
উপচে পড়ুক শিশির ধারা সহস্র ধারায়
গড়ে উঠুক একটা টলটলে বন পলাশীর পিঠস্থান।


চল যাই এমন এক নীড় খুঁজতে তুমি,আমি সব্বাই।
---------------------------------------
১২/৩/২৩-অবুঝ মন-