যেখানে আলোর মিছিল
সেখানে থাকে না ভয়
তুমি যতোই ধোঁয়া,ছাই দেখো না কেন--
আমি তত বিশ্বাস কুড়িয়ে বেড়াই
হয়তো এ কারণে আজও--
একটুও পোড়া গন্ধ নেই কিমতি চাঁদে।
অথচ সেই মসৃণ দেয়ালে  
কতগুলো পিনের দাগ বসে গেছে কী অপূর্ব খেয়ালে!
তবু দেখো, 'তুমি কেমন আছো'
ছায়া পথের রেলিং ধরে বৃষ্টি আসে চলে----
-----------------------------------
২১/৮/২৩-অবুঝ মন-