বিপদে পরলে পরে
মানুষকে ঠিকঠাক চেনা যায়
স্বার্থে ঘা লাগলে ওদের
ফনা তুলে পিছু পিছু দায়।


অপরের মাথায় কাঁঠাল রেখে
ওরা চায় ভেঙে খেতে
ঘুরে দাঁড়াতে চাইলে
তৎক্ষনাৎ ফোঁস করে ওঠে।


সমালোচনায় হার মানিয়ে দেবে
বড় বড় রাজনৈতিক নেতাদের
আঁতে বাড়ি পড়লে পরে
ছায়াকে দেখে আঁতকিয়ে ওঠে।


কাজ-কর্মে , হাবে-ভাবে
যায় না চেনা এদের সহজে
চিন্তা ধারায় এরা মনে করে
সবসময় মহামানব নিজেদের।


আসলে এরা মনে মনে চায়
মাছ ধরতে ঘোলা জলে
আপন আপন স্বার্থের জন্য
মানুষকে পিষে যাঁতাকলে।


এ এক বড়োই নিষ্ঠুর
চালাকির মায়া জালের খেলা
কেবলই লোকদেখানো বন্ধুত্বের
অবগাহনে অবিরাম পথ চলা।
-----------------------------------