বয়সটা ভালো ছিল না
শরীরে বইছে শ্রাবণ নদের দুরন্ত প্লাবন
রক্ত ফুটছে টগবগ করে
যেন শরীর হয়েছে বিদ্যুৎ
ঠিক তখনই তুমি এলে--
চঞ্চলা হরিণী সাজে,
আবেদনের ঝাঁপি খুলে -
সাত পাঁচ না ভেবে ডুব দিলাম
ষোড়শী কুঁড়িকে কুড়িয়ে নিতে।


আবেগ তখন সীমাহীন সে কারণে
বাঁধাকে হেলায় ,দূরে দিলাম ঠেলে
এরপর বয়ে গেল কতশত স্বপ্নীল রামধনু
মনের অন্তঃহীন খোলা জানালায়
ব্যাস, আর কি শরীর চায় মনকে
আর মন ধেয়ে চলে শরীরের গোপন ডেরায়।


হঠাৎই বাদ সাধে পিঠের বোঝা--
সদ্য পাশ করা ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রী
দিলো এক ঝটকা-পিছনে টান
তুমি ও নিলে বিদায়, আর এলেনা ফিরে
দোষ নেই তোমার, তুমি যে ছোট্ট ছিলে।


এরপর বয়ে গেল উতাল পাতাল হাওয়া
জীবনের চেনা আঙিনায়---
যদি ও এখনো নদী চলে ঠিক আগের মত--
তবে ঢেউ গুলো হয়েছে খুবই শান্ত-
ঠিক যেন তপোবনের অনির্বচনীয় --
মায়া বল্গা হরিণীর মতো।
---------------------------------------
১১/৮/১৯-(৩৫০)-তম-