চেয়ে ছিলাম বলে
----------------
চেয়ে ছিলাম বলবে কিছু
তাতে অরাজক চরের প্রশ্নই নেই
সেখানে নির্বাক চরাচর----?
এই তো জানতে চাওয়ার পাতাটি যায়নি মিলিয়ে
শৈশবের খোলা হাওয়া--
লোডশেডিং দমাতে কি পেরেছে?
অথচ নির্জন দ্বীপের স্থায়িত্ব কী ভীষণ জমজমাট!
সমুদ্রের বুকে পরম অন্তরঙ্গতায় ফুলে ফেঁপে ওঠে।
------------------------------------------
অপার মহিমা
---------------
প্রতিটা মূহুর্ত টান টান--উত্তেজনার চরম ক্লিভেজ
এক এক করে খুলে যাচ্ছে পেন্ডোরা বাক্স
এ কী--এ তো দেখছি চিচিং ফাঁক-----
আবেশে জড়ানো গুহার অবিশ্বাস্য পরাজয়!
কি নেই বলতে পারো?
বেরিয়ে পড়ছে ক্ষুধার্ত শকুনের জাগতিক উল্লাস!
কামার্ত লালারসে পূর্ণি পুকুর
কিন্তু কী আশ্চর্য মালিক এতোটাই উদাসীন!
নেই তাঁর কোন দায়?
মসনদে দ্বিতীয় স্থানাধি যে--
সেখানে কি করে জমে এতো এতো বিষবাষ্পের অস্থি কঙ্কাল?
-------------------------------------------
-২৮/৭/২০২২-অবুঝ মন-