কত বাড়ি--কত গাড়ি---
পড়ে আছে,পড়ে থাকে
শুধু সে মানুষটা থাকে কি আর?


রক্তের দাগ শুষে ক'জন বা রাখে মনে-
পুরোনো পাপের ভার?


আমি,তুমি যেই হোক
সেই পথে এগিয়ে চলেছি জানি
শুধু কম্পন কতটা--কে জানে?
যাই হোক হতে দাও ফলাফল একটাই।


কেন মিছে ভাবনা ঘূর্ণির পাক খায়?
বহমান অন্তর একাকার হয়ে গিয়ে,তুলে নিই
উজানের ঢেউ ভাঙা মায়াযোগ ছায়া জল।
------------------------------------------
২৬/২/২০২৩-অবুঝ মন-