ছিঃ ছিঃ এত্তা জঞ্জাল-(৩)
--------------------------------
পোকা আর মাকড়ে
কুঁড়ি বলো আর মুকুল
যায় না সহজে চেনা
তেমনই দুধ সাদা রঙ
জড়িয়ে ধরেছে আজ
গোয়ালের গোচনা!


না চাইতে শুক্তো ডাল
বদল হলেই গঙ্গাজল
গলে গেলো পচা মাল
'ছিঃ ছিঃ এত্তা জঞ্জাল'!


দু-মুখো সাপের মেলা
দিকে দিকে করে খেলা
মান হুঁশের বদল হলো
গিরগিটি ও মুখ লুকালো!
-----------------------------------
         ।।ভেবে দেখো।।-(৫)
-----------------------------------
যখন গনগনে উষ্ণতা ভুলে
শুষে নিলে উপকূলীয় রূপ রস
সেদিনই বুঝে ছিলাম
আমার অস্তিত্ব বলে আর কিছু নেই
যেটুকু আছে তা মরা বসন্তে
উপুড় হয়ে পড়ে থাকা ডাহুকের স্বর
তাই কি সহজ হলো ফসলানো ঢেউ তুলে--
কেড়ে নিতে কাঙ্গালের জোড়া তার?
না কি সবটাই ছিলো
নিরর্থক জলজ আভাষ--ছুঁকছুঁকে অভ্যাস?
-------------------------------------
২০/৯/২০২১-অবুঝ মন-