চলছে নানান দেখান ধারি
ভীষন রকম হুকুম জারি
গরীব সেবা মহান কর্ম
মানব কালের শ্রেষ্ঠ ধর্ম।


আসলেই যে ফন্দিফিকির
পুকুর চুরির কিচিরমিচির
নিয়ম বলে নেই যে কিছু
গন্ধ পেলেই মাথা নিচু।


লজ্জা শব্দ আছে বোধহয়
বাঘের কাছে ছাগল পোষায়
ঐ যে যারা আওয়াজ তোলে
শান্ত কতো নেশার বলে।


চারিদিকে ঘুঘুর বাসা
আশায় আশায় মরচে চাষা
টেবিল তলে খুলছে কাছা
এমন করে যায়গো বাঁচা?


এই কি দেখার ছিলো বাকি
মনুষ্যত্ব শুধুই ফাঁকি!
হায়রে কলিকাল,ছাড়িয়ে নিচ্ছে ছাল
ছিঃ ছিঃ এত্তা জঞ্জাল।
------------------------------------
২৭/১১/১৯-অবুঝ মন-