বিস্তৃত তটের ব্যবধান রেখে কাছে এসে
প্রবাসী ওড়না বেঁধে নিয়ে কষে
নিঠুর দীর্ঘশ্বাস এর চেয়ে বেশি আশা কি করে করতে পারো?
জানি পথের ঠিকানায় ক্ষণিকের জন্য হলেও  ছিলাম দুইজনে মুখোমুখি
আশার আলোয় জেগেও ছিলো রাত জোনাকি
কিন্তু ঐ যে চোখের সামনে সাত পাকে বাঁধা জ্বলজ্বলে চাঁদ তাকিয়ে ছিলো
সেখানে অলীক স্বপ্ন মুখর কিছু কথা বলা চলে কি?
এরপরেও যদি আবারো দেখা হয় কোনো দিন স্মরনের বালুকা বেলায় চোখ রেখো অনুভবে।
---------------------------------------------
১৪/৭/২০২১-অবুঝ মন -