চলো যাই
----------------------------
খসে পড়া রঙ নয় যে সময়
জং ধরা বেলাইন বলবে কি ডেকে কেউ?
প্রকাশনা উড়ো ঘেউ এখানে নেইও
সেখানে ভিজতে কে না চায়?
এ ফসল ফলবে জেনে তো,চাষিরা ধরে হাল
কে জানে উর্বর কতটা?নীল চাষ কী ক্ষতি যে করেছে!
চলো যাই খোয়ালী করতে ও ক্ষেতে
এখনি থামবার জো নেই,হবে ক্ষণ সে বিচার সময়ে।
-----------------------------------
দেখো চেয়ে
------------------------
সব আলো নিভে যায় এ কথা মানতে পারি না
আসলেই যে যেমন শক্তির ঠিকানা খুঁজছে
সে তেমন উৎসের খোঁজ পায়
হয়তো হতে হবে নাজেহাল কিছুদিন কিছুক্ষণ
পারদের ওঠানামা থামলে পড়ে থাকে কিছু নেই অবশেষ।


তাই তো জীবনের লড়াইটা থেমে নেই
হতে পারে ফুড়ুৎ এর শব্দ জোরালো
তবুও মুখোমুখি হতেও প্রস্তুত কঠিনের
দেখো চেয়ে প্লবতা কেমনে ধারালো হচ্ছে--
--------------------------------------
২৮/১/২৪-অবুঝ মন-