এখনো পাড় ভাঙার গল্প গুঞ্জন
জড়ানো হিনমন্যতার আষ্টেপৃষ্ঠে বাঁধনে এতো জোর!
সে সব তো কবেই গিয়েছে হারিয়ে
এখন আর হারানোর কী আছে বাকি?
যে পথে দাবানল শুষে খায় মোহনার জল
দৈব দূর্বিপাকে তাকে,তলিয়ে যেতে কখনো দেখেছো কি?
সোজা সরল একটা রৈখিক রেখা,ভোলা মন
সেখানেও ভাসা প্রেম খুঁজে---মরে!
ধরে নিতে পারি এসবই ছুৎমার্গের আধুনিক ডিভাইস।
--------------------------------------
২৭/৩/২৩-অবুঝ মন-